ফাঁদ

এটা করছি ওটা করছি তবু মন শান্ত করতে পারি না আজ। কিসের যেনো অস্থিরতা আর অস্থিতিশীলতার মাঝে আমার তারুন্যের সেই উচ্ছ্বাসের লোপ পাচ্ছে যেটা আজ সবচেয়ে বেশি অনুভব হচ্ছে। ভালোই ছিলাম আগে যখন কিনা আব্বুর হাত ঘড়ির কাটার টিক টিক ঘুরতে থাকা দেখে আমি কল্পনার রাজ্য সাজিয়ে ফেলতাম আর উৎফুল্লিত হতাম।

আজ যখন আমার তারুন্য আমারই অনুমতি ছাড়া আমাকে বিদায় জানাচ্ছে তখন বুঝতে পারছি যে ঘড়ির সেই ঘুরতে থাকা নিয়ে খুশি হওয়াটা একেবারেই যথার্থ ছিলো না। ওটা ১২'র ঘর থেকে ঘুরে ১২ তে এসে বাহ্যিক যেখানে আছি ওখানেই আসবো বোঝালেও সেটা আসলে হচ্ছে একটা বিশাল ফাঁদ। যেই ফাঁদে আমার শৈশব কখন আমাকে না বলে চলে গেলো আমি টের'ই পেলাম না, আর এখন তারুন্যও ধীরে ধীরে চলে যাচ্ছে কিন্তু ধরে রাখার সাধ্য নেই। ঠিক যেমনটি ধরে রাখতে পারিনি খুব ভালবাসার মানুষগুলোকেও যারা কিনা অনেক দূরে হারিয়ে। এটাও জানি আরো অনেক সুন্দরতম ফুল এভাবেই হারিয়ে যাবে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সেই সবকিছু একবার ফিরে পাবার জন্যও নিজেকে নিজেই বোকার মতো প্রশ্ন করি "ঘড়ির কাটা গুলোকে হাত দিয়ে পিছে ঘুরিয়ে কি আরেকবার সেই শুরুতে যাওয়া সম্ভব ! অথবা ঘড়ির ব্যাটারিটাই না হয় খুলে ফেললাম তাতে করে যদি অন্তত এই পর্যন্তই সময়কে থামিয়ে রাখা যায় যাতে নতুন করে আর কিছু হারাতে না হয়। 



Comments

Popular Posts